[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

এবার জেন-জির ধাক্কা মরক্কোতে, গণগ্রেপ্তারের পাশাপাশি সংলাপের প্রস্তাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

মরক্কোতে জেন-জির তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এখন সরকারবিরোধী গণজোয়ারে রূপ নিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অন্তত ১১টি শহরে টানা কয়েকদিন বিক্ষোভ চলছে। রাজধানী রাবাত, কাসাব্লাঙ্কা, আগাদিরসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

রোববার রাতে কাসাব্লাঙ্কায় মহাসড়ক অবরোধ এবং বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের জড়ো হওয়ার পর পুলিশ জোরপূর্বক তাদের ছত্রভঙ্গ করে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, শতাধিক তরুণকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। যদিও সরকার বলছে, বেশিরভাগকেই পরে মুক্তি দেওয়া হয়েছে।

চাপের মুখে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মরক্কোর সরকার তরুণদের সঙ্গে সংলাপের ঘোষণা দিয়েছে এবং স্বাস্থ্য ও শিক্ষায় বাস্তবধর্মী সংস্কারের আশ্বাস দিয়েছে। বিক্ষোভের পেছনে রয়েছে ‘জেন-জি–২১২’ ও ‘মরোক্কান ইয়ুথ ভয়েস’-এর মতো তরুণ নেতৃত্বাধীন সংগঠন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর