[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

‘সুমুদ ফ্লোটিলা’ নামে নতুন প্রতিরোধে কাঁ-পছে ইসরায়েল !

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

গাজা অভিমুখে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এখন আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। এরইমধ্যে ইসরায়েলি নৌবাহিনীর সঙ্গে তাদের প্রথমবার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ম্যাগরেব শাখার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র বলছেন, ইস্রায়েলি নৌবাহিনীর ফ্লোটিলা অবরোধের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রথমেই “আল্মা” নামের শিপকে থামানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাকি জাহাজগুলো তা উপেক্ষা করে গাজার দিকে অগ্রসর হয়। পরে “সিরিয়াস” শিপকে মূল লক্ষ্য করে ইস্রায়েলি বাহিনী অবস্থান নেয়, কিন্তু অন্যান্য জাহাজগুলোও সেটি অগ্রাহ্য করে যাত্রা চালিয়ে যায়।

মুখপাত্র আরও জানান, ইস্রায়েলি যুদ্ধজাহাজগুলো বিভিন্ন দিক থেকে ফ্লোটিলায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত জাহাজই তাদের পরিকল্পনায় বাধা দিয়ে থাকে এবং মূল রুটেই থাকে। তিনি বলেন, “৪৭টি জাহাজ বন্ধ করা হোক, ৪৮তমটি গাজার দিকে যাত্রা করবে।”

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, “আল্মা” শিপের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইস্রায়েলি একটি জাহাজ মাত্র পাঁচ ফুট দূরে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ও ইঞ্জিন ব্লক করে দিয়েছিল বলে অভিযোগ। পরে সেই জাহাজ এলাকা ত্যাগ করলে ফ্লোটিলা গাজার দিকে যাত্রা আবার শুরু করে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর