[email protected] রবিবার, ৩১ আগস্ট ২০২৫
১৫ ভাদ্র ১৪৩২

কমলা হ্যারিসের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্য জো বাইডেনের আমলে নির্ধারিত সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করেছেন।

হ্যারিসের এক উপদেষ্টার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আইন অনুযায়ী, জানুয়ারিতে পদত্যাগের পর হ্যারিস ছয় মাসের জন্য অতিরিক্ত নিরাপত্তা পাওয়ার অধিকারী ছিলেন, যা জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল।

তবে তার সাবেক বস জো বাইডেন একটি নির্বাহী আদেশে সেই সুরক্ষা আরও এক বছরের জন্য বাড়িয়েছিলেন। কিন্তু ট্রাম্প গতকাল ২৮ আগস্ট এক মেমোতে সাক্ষর করে সেটি বাতিল করেন।

প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে হ্যারিসের জন্য ‘আইনে নির্ধারিত মেয়াদের বাইরে পূর্বে অনুমোদিত কোনো নিরাপত্তা ব্যবস্থা আর কার্যকর থাকবে না।’ 

সোর্স: কালের কন্ঠ 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর