যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে একটি গির্জার প্রার্থনায় যোগদানকারী স্কুলের শিশুদের ওপর বুধবার গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। হত্যাকারী ২৩ বছর বয়সী রবিন ওয়েস্টম্যানের বন্দুকের ওপর ‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’ এবং ‘ভারতে পরমাণু হামলা চালাও’ লেখা ছিল বলে জানা গেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রবিন ওয়েস্টম্যান নামে শনাক্ত হওয়া ওই বন্দুকধারী তিনটি অস্ত্র ব্যবহার করেছিল - একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। ক্যাথলিক স্কুলের গির্জা লক্ষ্য করে কয়েক ডজন রাউন্ড গুলি চালায় সে।
পরে ওয়েস্টম্যানকে পার্কিং লটে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় কর্মকর্তাদের ধারণা, হামলাকারী ‘আত্মহত্যা’ করেছেন।
আদালতের রেকর্ড থেকে দেখা যায়, ২০২০ সালে ওয়েস্টম্যানের নাম রবার্ট থেকে পরিবর্তন করা হয়। কারণ ওয়েস্টম্যান নামটি ‘নারী হিসেবে বিবেচনা’ করা হয়।
হামলাকারীর ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে দেখা গেছে, অস্ত্র, গোলাবারুদ এবং লোড করা ম্যাগজিন। এসব ম্যাগাজিনে লেখা ছিল, ‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, ‘এখনই ট্রাম্পকে হত্যা করো’, ‘ইসরাইলের পতন ঘটাতে হবে’ এবং ‘ইসরাইলকে পুড়িয়ে দাও’।
একটি অস্ত্রের গায়ে ‘নিউক ইন্ডিয়া’ বা ভারতে পরমাণু হামলা চালাও লেখা ছিল।
ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা দেশে জাতীয় শোক ঘোষণা করেন এবং পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এই সহিংসতা অকল্পনীয়। যারা শিশুদের লক্ষ্য করে গুলি চালায়, তারা মানবতার শত্রু।’
সোর্স: সমকাল
মন্তব্য করুন: