[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

রাশিয়াকে কড়া আল্টিমেটাম দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামলে আগামী দু’সপ্তারেহ মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয় পদক্ষেপ প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আল্টিমেটাম দেন।

সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে। 

হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “যদি দু’সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে, সেক্ষেত্রে রাশিয়ার বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চমাত্রার শুল্ক, অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়েই হতে পারে।”

উল্লেখ্য, গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা দেন ট্রাম্প। সে অনুযায়ী গত আট মাস ধরে যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

সোর্স: বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর