পশ্চিম তীরে ৬৩টি ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানকে ‘ইসরায়েলি ঐতিহ্য’ বলে ঘোষণা দিয়েছে ‘ইসরায়েলি’ সেনা প্রশাসন।
এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট জেরুজালেম (এআরআইজে)। বার্তা সংস্থা আনাদোলু ২১ আগস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মতি আলমোজ স্বাক্ষরিত সামরিক আদেশ অনুযায়ী নাবলুস গভর্নরেটের ৫৯টি, রামাল্লার ৩টি এবং সালফিতের ১টি স্থানকে ‘ইসরায়েলি’ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
এআরআইজে বলছে, এটি ফিলিস্তিনি ঐতিহ্য দখলের একটি সুসংগঠিত কার্যকলাপ। এর মাধ্যমে ফিলিস্তিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় বিকৃত করে ইসরায়েলি বয়ানকে প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
এআরআইজে আরও জানিয়েছে, এ পর্যন্ত পশ্চিম তীরে ২,৪০০’রও বেশি ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানকে ইসরায়েলি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
তাদের অভিযোগ, ‘ইসরায়েল’ এসব জায়গাকে সংরক্ষণের অজুহাতে দখল করে এবং পরে বসতি স্থাপন, সামরিক ঘাঁটি বা পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করে, যা কেবল ‘ইসরায়েলি’ বসতি স্থাপনকারীদেরই উপকারে আসে।
সোর্স: ইনকিলাব
মন্তব্য করুন: