[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

বৈঠকের আগে জেলেনস্কিকে কঠোর বার্তা ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৮ আগস্ট হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারে।  

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে। তিনি আরও জানান, ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন ফিরে পাবে না, কারণ ২০১৪ সালে রাশিয়া সেটি দখল করে নিয়েছে।

এদিকে আজ ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এতে ইউরোপের আরও একাধিক নেতা যোগ দেবেন। এই বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করবেন।

এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে ১৮ আগস্ট ওয়াশিংটনে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে যোগ দেবেন। 

সোর্স: চ্যানেল২৪ 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর