[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

নেতানিয়াহুকে ‘পাগল’ আখ্যা দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ফাইল ছবি

সিরিয়ায় হামলা করায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে ‘পাগল’ বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে নেতানিয়াহু’র আচরণকে শিশুসুলভ হিসেবেও বর্ণনা করেছেন তারা।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ‘নেতানিয়াহু পাগলের মতো আচরণ করেছেন। তিনি সব সময় সবকিছুতে বোমা ফেলেন। তার এই আচরণ ট্রাম্পে প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।’

গত ১৫ জুলাই সিরিয়ায় সুয়াইদায় হামলা শুরু করে। এরপর ১৬ জুলাই দামেস্কের গুরুত্বপূর্ণ ভবন লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ।

নেতানিয়াহু এবং তার নীতির বিষয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ দিন দিন বাড়ছে। আরেকজন কর্মকর্তা বলেন, যে শিশু কোনো শৃঙ্খলা মানতে চায় না, তার মতো আচরণ করেন নেতানিয়াহু।

এই কর্মকর্তাদের হতাশা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব অনুভূতির প্রতিফলন কি না, তা স্পষ্ট নয়। তবে ইসরাইলের আচরণের প্রতি যুক্তরাষ্ট্রের বিরক্তিকর মনোভাব এবারই প্রথম নয়।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় হামলার ঘটনায় ট্রাম্পের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর