[email protected] বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

ওমান সাগরে জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয়।

মোজতবা গাহরেমানি জানান, ট্যাংকারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল। ফলে চোরাচালানের সন্দেহে ট্যাংকারটি আটক করা হয়েছে।

তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মেহের-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানের জাস্ক শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

গাহরেমানি বলেন, ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা পরীক্ষাসহ আনুষ্ঠানিক তদন্ত চলছে।

তিনি জানান, পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে।

ইরান যে তার সামুদ্রিক সীমানায় চোরাচালান মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে, এ ঘটনা তারই প্রতিফলন।

সোর্স: যুগান্তর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর