[email protected] বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদিতে মদ বিক্রির অনুমোদনের খবর ‘ভুয়া’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

সৌদি আরব ২০২৬ সাল থেকে মদ বিক্রির অনুমতি দেবে—এমন খবর সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেলেও তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তারা জানান, এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নীতিগত পরিবর্তন হয়নি এবং সৌদি আরবের বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে এসব দাবি অসামঞ্জস্যপূর্ণ।

২৬ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। আনুষ্ঠানিকভাবে সৌদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না আসলেও সরকারি সূত্রের বরাতে সৌদির বক্তব্য তুলে ধরেছে আরব নিউজ। 

বিষয়টি সম্পর্কে অবগত ওয়াকিবহাল সূত্রের মতে, ‘প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছ থেকে মদ বা অ্যালকোহল অনুমোদনের দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এবং এর সঙ্গে সৌদি আরবে বিদ্যমান নীতি বা বিধিবিধান প্রতিফলিত হয় না।’

সূত্রগুলো আরব নিউজকে জানিয়েছে, পর্যটন খাতের উন্নয়নের উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গির অধীনে সৌদি আরব একটি অনন্য এবং সাংস্কৃতিকভাবে নিমজ্জিত অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অমুসলিম দেশের কূটনীতিকদের জন্য মদ সংক্রান্ত নিয়ন্ত্রণ নিয়ে সূত্রগুলো জানান, সৌদি আরব নতুন একটি কাঠামো চালু করেছে, যার উদ্দেশ্য হলো কূটনৈতিক চালানের মাধ্যমে মদ বা অনুরূপ পণ্যের অননুমোদিত ব্যবহার রোধ করা।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এই নতুন ব্যবস্থার অধীনে অমুসলিম দেশগুলোর দূতাবাসে কূটনৈতিক চালানে আর অ্যালকোহল এবং অন্যান্য জিনিস আমদানি করার অনুমতি নেই।

সোর্স: চ্যানেল ২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর