[email protected] সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি ইউরোপ-আমেরিকার ৩ দেশের!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে ইসরাইলকে চড়াও বার্তা দিয়েছে তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। দেশগুলো ইসরাইলকে সতর্ক করে সোমবার যৌথ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়, তবে তারা ব্যবস্থা নিবে।

বিবৃতিতে আরো বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা। দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেয়ার কথাও বিবেচনা করছে। জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, ১৮ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এ সম্মেলনের সভাপতিত্ব করবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমালোচনার জবাবে বলেন, পশ্চিমের নেতারা ইসরাইলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন। তিনি বলেন, ইসরাইলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে ৭ অক্টোবরের হামলার মতো ঘটনাকে উসকে দেয়া।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর