ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

ভূমিকম্পে ব্যাংককে বহুতল ভবন ধস, নিহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫ ১৫:০৩ পিএম

সংগৃহীত ছবি

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো পুরো দক্ষিণ-পূর্ব এশিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে ব্যাংককের একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে। এছাড়া প্রতিবেশী মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহরেও বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

থাইল্যান্ডের জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউট বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বহুতল ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে এক জন নিহত হয়েছেন এবং কয়েক ডজন শ্রমিক আটকে পড়েছিলেন। যাদের উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিলাসবহুল হোটেলের ছাদে অবস্থিত সুইমিং পুল থেকে পানি পড়তে দেখা গেছে। মূলত ভূমিকম্পের তীব্র কম্পনে এমন পরিস্থিতি হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছোটছুটি শুরু করেন।

শুক্রবার সকালে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করে ব্যাংককে। ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের এই ভবনটি ধসে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

সূত্র: মানবজমিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর