ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করল সৌদি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

ফাইল ছবি

হজযাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় বাসিন্দা ও হজের সময় আগত যাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হজযাত্রীদের মেনিনজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার । সৌদির বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা সনদ প্রদর্শন করতে না পারেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তাই টিকা গ্রহণ না করলে বা টিকার সনদ না থাকলে কোনো যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া নিরাপদ হজ মৌসুম নিশ্চিতের জন্য হজযাত্রীদের ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯ টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেহহাটি অ্যাপের মাধ্যমে টিকাদানের অ্যাপয়েন্টমেন্ট বুক করার আহ্বান জানানো হয়েছে।

সোর্স: যুগান্তর 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর