ajbarta24@gmail.com শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১

মামলা নিষ্পত্তিতে ২ কোটি ৮০ লাখ ডলার দিতে রাজি টেক জায়ান্ট গুগল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

সংগৃহীত

বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে ২ কোটি ৮০ লাখ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। খবর বিবিসির।

ক্ষতিপূরণ দাবিকারীদের পক্ষের আইন সংস্থা জানিয়েছে, শ্বেতাঙ্গ এবং এশিয়ান কর্মীদের অন্যান্যদের তুলনায় ভালো বেতন এবং সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগ ছিল। এই অভিযোগের বিষয়ে দায়ের হওয়া মামলা নিষ্পত্তির জন্য বিপুল অর্থ দিতে চেয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক চার্লস অ্যাডামস এই মামলা নিষ্পত্তির প্রাথমিক অনুমোদন দিয়েছেন। গুগল নিশ্চিত করে বলেছে, তারা একটি সমাধানে পৌঁছেছে। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই প্রযুক্তি জায়ান্ট।

গুগলের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, 'আমরা একটি সমাধানে পৌঁছেছি, কিন্তু আমরা অভিযোগের সঙ্গে এখনও দ্বিমত পোষণ করছি। আমরা সব কর্মচারীকে ন্যায্যভাবে বেতন, নিয়োগ এবং সমতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গুগলের সাবেক কর্মী আনা ক্যান্টুর ২০২১ সালে মামলাটি করেছিলেন। মামলায় উল্লেখ করা হয়, হিস্পানিক, ল্যাটিনো, নেটিভ আমেরিকান এবং অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আসা কর্মীদের শ্বেতাঙ্গ এবং এশিয়ান কর্মীদের তুলনায় কম বেতন দেয়া হয়। এ ছাড়া তারা নিচের স্তরে চাকরি করেন।

প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর গুগলের বিরুদ্ধে অভিযোগটি আনেন মিস ক্যান্টুর। তার আইনজীবীদের মতে, পূর্ববর্তী বেতনের উপর ভিত্তি করে বেতন এবং চাকরির স্তর নির্ধারণের প্রক্রিয়া ঐতিহাসিক জাতিগত বৈষম্যকে আরও শক্তিশালী করেছে।

রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে গুগলে নিযুক্ত কমপক্ষে ৬ হাজার ৬৩২ জনের বিরুদ্ধে এই ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীদের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের একজন ক্যাথি কোবল এসব তথ্য গণমাধ্যমে ফাঁস করা এবং বৈষম্যের শিকার কর্মীদের সাহসিকতার প্রশংসা করেছেন।

এই বছরের শুরুতে, ডিইআই বা বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তির নীতির প্রতিশ্রুতি ত্যাগ করা মার্কিন সংস্থাগুলোর তালিকায় যোগ দিয়েছে গুগল। মেটা, অ্যামাজন, পেপসি, ম্যাকডোনাল্ডস, ওয়ালমার্ট এবং অন্যান্যরাও তাদের ডিইআই প্রোগ্রামগুলো প্রত্যাহার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা নিয়মিতভাবে ডিইআই পলিসিকে আক্রমণ করার কারণে এমনটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে বিভিন্ন সরকারি সংস্থা এবং তাদের ঠিকাদারদের এই ধরনের উদ্যোগগুলো বাতিল করার নির্দেশ দিয়েছেন।

সোর্স: চ্যানেল 24

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর