ajbarta24@gmail.com মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

ন্যাটোতে ইউক্রেনের যোগ না দেয়ার শর্তে শান্তি চুক্তি চায় রাশিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

ন্যাটো

ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেয়ার শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া। ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ থেকে বাদ দেবে এবং যেকোনো শান্তি চুক্তিতে ইউক্রেন নিরপেক্ষ থাকবে— এই নিশ্চয়তা পেলে যুদ্ধ বন্ধের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। খবর বিবিসি।

 

রাশিয়ান সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে রাশিয়া। মস্কোর দাবি, কোনো সামরিক ব্লকের সঙ্গে যুক্ত না থাকার শর্তই কেবল ইউক্রেনের নিরপেক্ষতার নিশ্চয়তা দেয়। তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এমন দাবির কারণে শান্তি আলোচনায় বড় বাধা সৃষ্টি হতে পারে। এই দাবি উভয়পক্ষের মধ্যে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান সম্পর্কে মৌলিক বিরোধ বলে অভিমত তাদের।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের তিন বছরের যুদ্ধে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। রাশিয়ার কাছে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ যুদ্ধবিরতিকে সমর্থন করার কথা বললেও শান্তি অর্জনের জন্য কঠিন শর্তের একটি তালিকাও তুলে ধরেছেন। বিতর্কের একটি ক্ষেত্র হল রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল। যার কিছু অংশ এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে।

তবে চুক্তিতে ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূমির ভবিষ্যত কী হবে সে সম্পর্কে কোনো কিছু বলা নেই। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূমি নিয়ন্ত্রণ করে। গত বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। এরপর সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূমি সমস্যা কীভাবে মোকাবেলা করা যেতে পারে সে সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। 

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর