ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

মুখোমুখি লড়াই, ইসরাইলি সেনাদের হটিয়ে দেয়ার দাবি হিজবুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪ ১৬:১০ পিএম

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরে অনুপ্রবেশের চেষ্টা করা ইসরাইলি পদাতিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের তথ্য দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরে অনুপ্রবেশের চেষ্টা করা ইসরাইলি পদাতিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের তথ্য দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, সংঘর্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইসরাইলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরাইল স্থল অভিযান শুরু করার পর এটি হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে প্রথম সরাসরি সংঘর্ষের খবর এটি। গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় ১ হাজার ৭৩ জনেরও বেশি লোক নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হয়েছেন। এই সময়ে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা এবং কমান্ডার নিহত হয়েছেন। এক বছর আগে গাজায় ইসরাইলের অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরাইল আন্তঃসীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়ে। এরই মধ্যে ইসরাইলি আগ্রাসনে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি।
এই অবস্থায় লেবাননে ইসরাইলি হামলা গাজা সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর