তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন-ইইউকে অচলাবস্থা থেকে একমাত্র তুরস্কই রক্ষা করতে পারে। যে অচলাবস্থায় ইউরোপীয় দেশগুলোর সংস্থাটি পড়তে যাচ্ছে, তুরস্ককে পূর্ণ সদস্যপদ দেওয়ার মাধ্যমে তা এড়ানো যেতে পারে।
সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘যে অচলাবস্থায় ইউরোপীয় ইউনিয়ন পড়েছে, তা থেকে একমাত্র তুরস্কই রক্ষা করতে পারে। সংস্থাটিতে তুরস্কের পূর্ণ সদস্যপদ একে রক্ষা করতে পারে।’
এরদোয়ান বলেন, পশ্চিমা বিশ্বে অভিবাসবিরোধী ও ইসলামবিদ্বেষী উগ্র জাতীয়তাবাদী শক্তির উত্থান লক্ষ করছে তুরস্ক। সাম্প্রতিক নির্বাচনগুলোতে তারই প্রমাণ পাওয়া গেছে।
সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত নির্বাচনে অভিবাসনবিরোধী উগ্র রক্ষণশীল এএফডি যে বিশাল সমর্থন পেয়েছে, তা দেশটিতে মুসলিম ও অভিবাসীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে।
ইউরোপে উগ্র রক্ষণশীলদের এ উত্থান ইউরোপীয় ইউনিয়নকে অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
এ ছাড়া সিরিয়া ও ইউক্রেনে সাম্প্রতিক ঘটনার জেরে যে ইউরোপের তুরস্ককে প্রয়োজন, তা নিশ্চিত হয়েছে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে তীব্র আগ্রহী তুরস্ক।
প্রায় ২০ বছর আগে ইইউর সদস্যপদের জন্য আবেদন করে তুরস্ক। কিন্তু ইউরোপীয় নেতাদের অনাগ্রহে এখনো তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সোর্স: আমার দেশ
মন্তব্য করুন: