ajbarta24@gmail.com শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ভারতকে নিয়ে ইলন মাস্কের সঙ্গে ‘মনোমালিন্য’ ট্রাম্পের!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর ভারতে ব্যবসা শুরু করতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এই খবরে ভারতীয়রা খুশি হলেও, বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে টেসলা যদি কারখানা চালু করে, তাহলে তাদের সঙ্গে ‘অন্যায়’ হবে বলে মনে করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা সমহারে শুল্ক বসানোর কথা বলছেন, সেখানে তারই ঘনিষ্ঠ সঙ্গী ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা ও শোরুম খোলার পরিকল্পনা করছেন। এতেই ‘চটেছেন’ ট্রাম্প।

একটি শো-তে তিনি বলেই বসেন, ‘টেসলা যদি ওখানে (ভারতে) গিয়ে কারখানা বানায়, তবে তা নিজের দেশের (যুক্তরাষ্ট্র) সঙ্গে অন্যায় হবে।’

ইলন মাস্কের পক্ষে ভারতে কোনো গাড়ি বিক্রি করা ‘অসম্ভব’ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষ্য,
বিশ্বের প্রতিটি দেশ আমাদের কাছ থেকে সুবিধা নেয় এবং তারা শুল্ক দিয়ে তা করে। বিশেষ করে ভারতে গাড়ি বিক্রি করা অসম্ভব (শুল্কের কারণে)।

এর আগে জানা যায়, শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে টেসলা। ব্লুমবার্গ ও এনডিটিভি জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সোমবার (১৭ ফেব্রুয়ারি) লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য।

বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদে নিয়োগ দেয়া হচ্ছে শুধুমাত্র মুম্বাইয়ের জন্য।

টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এতদিন দেশটিতে প্রবেশ করেনি।

তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।

সোর্স: সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর