ইসরাইলে ১১৫টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে তারা উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা বসতিতে রকেট হামলা চালিয়েছে।
এ হামলার ১৫ মিনিট পরে ইসরাইলের আরেকটি সেনা ঘাঁটিতে একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।তবে এসব হামলায় ইসরাইলে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়।এদিকে লেবাননের আরও ২১টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের ‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে’ লড়াই চলছে। রোববার দক্ষিণ লেবাননের কাছের একটি সীমান্ত গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এই হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সীমান্ত গ্রাম ব্লিদায় ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধারা মেশিন গান নিয়ে ‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে’ লড়াই করছেন।
মন্তব্য করুন: