গাজায় ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসি রায় দিয়েছে কিছুদিন আগেই। ওই রায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দিয়েফ-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যেকারণে অনেকটা রাগ হয়ে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের এই নিষেধাজ্ঞা নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনাও করেছে আইসিসি। বলেছে, তা সত্ত্বেও তারা বিশ্বজুড়ে ন্যায়বিচার অব্যাহত রাখবে।
নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার পর আইসিসি একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে এ সংস্থার বিচারিক কাজ নিরপেক্ষভাবে করা এবং পক্ষপাতিত্বহীনভাবে করা ক্ষতিগ্রস্ত হবে। নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের নিন্দা জানায় আইসিসি।
হেগ ভিত্তিক এই আদালত আরও বলেছে, এই আদালতের কর্মকর্তাদের পাশে দৃঢ় অবস্থান তাদের। তারা সারাবিশ্বে যে লাখ লাখ নিরপরাধ মানুষ নৃশংসতার শিকার তাদের জন্য ন্যায়বিচার এবং আশা জাগিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোর্স: যুমনা
মন্তব্য করুন: