পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চীন ও জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ ঠিক রাখতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আসিয়ান সম্মেলনে মূল অধিবেশনে পার্শ্ব বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সিনহুয়া জানিয়েছে, ইশিবার সঙ্গে বৈঠকে লি আশা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে দুদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত করবে।
লি আরও বলেছেন, শিল্প ও সাপ্লাই চেইনে স্থিতিশীলতা, মসৃণ প্রবাহ, বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থা রক্ষায় দুই দেশের যৌথভাবে কাজ করা উচিত।
ইশিবা বলেছেন, চীনের সঙ্গে শিল্প ও সাপ্লাই চেইন বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া বা তেমন কোনও ইচ্ছা জাপানের নেই। তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
জাপানের জলসীমার কাছে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতাসহ বেশকিছু ইস্যুতে দুদেশের মধ্যে উত্তেজনা উসকে দিয়েছিল। এসব নিরসনে জাপান ও চীনের শীর্ষ কূটনীতিবিদদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তার কিছুদিন পরেই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক হয়।
গত মাসের শেষের দিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী হওয়া ইশিবা আরও বলেছেন, আলোচনার মাধ্যমেই জাপান অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে চায়। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছেন তিনি।
মন্তব্য করুন: