ajbarta24@gmail.com মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ২

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪ ২১:১০ পিএম

ইসরাইলের উত্তর-পূর্বের সীমান্ত শহর কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর রকেট হামলার পর বিধ্বস্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ছবি: সংগৃহীত

ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) উত্তর-পূর্বের সীমান্ত শহর কিরিয়াত শমোনায় রকেট ছুড়লে নিহত হন তারা। খবর বিবিসির।

ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানায়, নিহতদের একজন পুরুষ ও একজন নারী।
এদিকে ইসরাইল লেবানন থেকে কিরিয়াত শমোনা এলাকায় কমপক্ষে ২০টি রকেট ছোড়ার খবর দিয়েছে। হিজবুল্লাহও জানিয়েছে তারা এই অঞ্চলে রকেট হামলা চালিয়েছে। বুধবার ইসরাইলের উত্তর-পূর্বে অবস্থিত শহরটিকে লক্ষ্যবস্তু করে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এলাকার বেশিরভাগ বাসিন্দা যুদ্ধ শুরুর পরপরই এলাকাটি ছেড়ে চলে গেছেন। এদিকে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বলেছে যে লেবাননের প্রায় ২৫ শতাংশ মানুষ ইসরাইলি সামরিক বাস্তুচ্যুত আদেশের অধীনে রয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবানন সীমান্তের পূর্ব ও পশ্চিম অংশে ইসরাইলি সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে তাদের। গত মাসে ইসরাইল তীব্র বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননের প্রায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর