ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদি যুবরাজের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২৫ নভেম্বর, সোমবার রাতে ঢাকায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে সাক্ষাতকালে এই আমন্ত্রণ জানানো হয়।

 

 

সৌদি রাষ্ট্রদূত রাত ৮টায় ফিরোজায় পৌঁছান। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক চলে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। চিকিৎসার জন্য কবে তিনি দেশের বাইরে যাবেন সে বিষয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, রাষ্ট্রদূতের মাধ্যমে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়া বা আসার পথে সৌদি আরবে উমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ। রাষ্ট্রদূত সৌদি বাদশাহর পক্ষ থেকে খালেদা জিয়াকে সালাম জানান। খালেদা জিয়াও বাদশাহকে সালাম পাঠান।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক খালেদা জিয়ার সঙ্গে করতে ফিরোজায় গিয়েছিলেন। গত ৫ আগস্ট জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান তিনি।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর