[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

সকলে মিলে দেশ গড়ার বার্তা তারেক রহমানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ২৫ ডিসেম্বর বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।

বক্তব্যের শুরুতে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারা তার জন্য আবেগঘন মুহূর্ত। তিনি বলেন, ১৯৭১ সালের মতোই ২০২৪ সালে সর্বস্তরের মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে।

তারেক রহমান বলেন, গত ১৫ বছরে মা, বোন ও তরুণ প্রজন্ম আত্মত্যাগ করেছে। শহীদ ওসমান হাদিসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারলেই দেশ এগোবে। তিনি তরুণদের ধৈর্য ও ঐক্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পাহাড়-সমতল, সব ধর্মের মানুষকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি, যেখানে নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে চলাচল করতে পারবে।

এর আগে সকাল ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর