ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

জামায়াতের মতো আ. লীগের ওপর যাতে জুলুম না হয়: শফিকুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম

সংগৃহীত ছবি

জামায়াতের ওপর যে জুলুম করা হয়েছে তা যেন আওয়ামী লীগের ওপর করা না হয়। ন্যায় বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের ওপর যে জুলুম করা হয়েছে তা যেন আওয়ামী লীগের ওপর করা না হয়। ন্যায় বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৭ অক্টোবর, রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্দোলনে নিহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, জামায়াতকে আর জুজুর ভয় দেখাবেন না। বাংলাদেশের মানুষ গুলির পরোয়া করে না। শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছিল। জামায়াতের কেন্দ্রীয় অফিসসহ সারা দেশের সব অফিস বন্ধ করে দিয়েছিল। যে আদালতে এ প্রহসন করা হয়েছিল, সেই আদালতে এবার তাদের আসতে হবে।’

তিনি আরো বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর বাংলাদেশ পথ হারিয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। আওয়ামী লীগ দুর্নীতি, লুট করে দেশে টাকা পাচার করেছে। তাই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়েছে। এ সময় জাতীয় ঐক্য মজবুত করা গেলে কোনো ষড়যন্ত্রে দেশকে ভাগ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিপ্লবে নিহত সবার ইতিহাস পাঠ্যবইয়ে যুক্ত করতে হবে। নিহত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে অগ্রাধিকার দিতে হবে। এ সময় আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার ঘোষণাও দেন তিনি।

তিনি বলেন, ‘শোনা যাচ্ছে তারা (আওয়ামী লীগ) নাকি আগামী ইলেকশনে আসবেন। মানুষের কাছে ভোট চাইবেন। যে ১৮ কোটি মানুষের বিরুদ্ধে গুলি ছুড়েছেন সেই মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার কি আছে আর? তাদের নাম এ দেশের মানুষ আর শুনতেও চায় না। যারা নিজেদের টিকিয়ে রাখতে আয়না ঘর করেছিল, লাশের সারি, ছাত্র-জনতার প্রাণ কেড়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে তারা এখন পালিয়ে গেছে। এখন আমাদের দেশ গঠন করতে হবে। আমরা জামায়াতে ইসলামী এমন দেশ গঠন করব যেখানে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের সব নাগরিক অধিকার যেন পান।’

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর