রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের দায়িত্ব। সংস্কারের জন্য মাসের পর মাস সময় নেয়া ঠিক হবে না। তাই দ্রুত নির্বাচনের রূপরেখা তৈরি করতে তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ২৫ অক্টোবর, শুক্রবার নয়াপল্টনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের দায়িত্ব। সংস্কারের জন্য মাসের পর মাস সময় নেয়া ঠিক হবে না। তাই দ্রুত নির্বাচনের রূপরেখা তৈরি করতে তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ২৫ অক্টোবর, শুক্রবার নয়াপল্টনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, সুষ্ঠু নির্বাচন বর্তমানে প্রধান ইস্যু। এ ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যুতে মনোযোগ দিলে কোন দাবিই পূরণ হবে না।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের দায়িত্ব। সংস্কারের জন্য মাসের পর মাস সময় নেয়া ঠিক হবে না। যদি মনে করেন কয়েকজন ছাত্র মিলে আপনাদের ক্ষমতায় বসিয়েছেন তাহলে ভুল করবেন; হোঁচট খাবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব শ্রেণিপেশার মানুষের দীর্ঘ বছরের আন্দোলনের চূড়ান্ত ফল।
নির্বাচনের জন্য আরও ১৫ বছর অপেক্ষা করার সময় জনগণের নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনাদের সবকিছুতেই আমরা আলহামদুলিল্লাহ বলবো, তার একটা সময়সীমা থাকবে, ধৈয্যের একটা সময়সীমা আছে। দ্রুত নির্বাচনের রুপরেখা তৈরি করুন, পরে বাকি কাজ।
ছাত্রলীগ নিষিদ্ধ হলেও নেতাকর্মীরা এখন মুক্ত। যা আতঙ্কের মন্তব্য করে গয়েশ্বর বলেন, তাদের আইনের আওতায় আনতে হবে। জাহাঙ্গীর কবীর নানকসহ আওয়ামী লীগ নেতাদের বক্তব্য মিডিয়া প্রচার ন্যায়সঙ্গত নয়।
মন্তব্য করুন: