[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

শাপলা ছাড়া চাপিয়ে দেয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

শাপলা প্রতীক ছাড়া কোনো বিকল্প মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এনসিপি।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ইসি একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং তারা শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। হাসনাত বলেন, "শাপলা ছাড়া বিকল্প নেই, ইসির রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, অন্য কোথাও রয়েছে। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মতো পরিণতি হবে।"

তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশন স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনার যোগ্যতা রাখে না, বরং তারা মেরুদণ্ডহীন এবং রাজনৈতিক পক্ষপাতিত্বে জড়িত।

এদিকে, প্রতীক বাছাইয়ের জন্য রোববার ছিল শেষ দিন ইসি জানায়, এনসিপি নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বাছলে কমিশন নিজেই দলটির জন্য প্রতীক নির্ধারণ করবে।
তবে এনসিপি ৭টি শাপলা প্রতীকের নমুনা জমা দিয়ে জানিয়েছে, এগুলোর বাইরে অন্য কিছু তারা গ্রহণ করবে না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর