[email protected] শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে, নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে নরওয়ের কারিগরি সহায়তার আশা প্রকাশ করা হয়।

এছাড়া বাংলাদেশের নারী সমাজের ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে নরওয়ের সহযোগিতা কামনা করা হয়। মানবাধিকার, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশ-নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা সারওয়ার জাহান চৌধুরী। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর