[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দল এখনও কাউকে মনোনয়ন নিয়ে ‘সবুজ বা লাল সংকেত’ দেয়নি। কারা মনোনয়ন পাবেন তা নির্ধারণে স্থানীয় ও জেলা পর্যায়ের মতামত, দলের পক্ষ থেকে জরিপ এবং জনগণের ভালোবাসার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউইয়র্কে বিএনপি নেতাদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। একই সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর