[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ থাকছে না: আইএসপিআর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ফাইল ছবি

আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না এমনটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের অপপ্রচার নির্বাচনী পরিবেশে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে শেষ হবে। সেনাবাহিনী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর