ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

পালিয়ে যাওয়া শাসকের পদত্যাগপত্র গুরুত্বপূর্ণ নয়: নজরুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

সংগৃহীত ছবি

শাসক যখন পালিয়ে যায়, তখন তার পদত্যাগ করা না করা দিয়ে কিছু আসে যায় না বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২২ অক্টোবর, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাসক যখন পালিয়ে যায়, তখন তার পদত্যাগ করা না করা দিয়ে কিছু আসে যায় না বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২২ অক্টোবর, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ নিয়ে শুরু থেকে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে। নতুন করে রাষ্ট্রপতির এমন প্রসঙ্গ সামনে আনার বিষয়টি সরকারের দেখা উচিৎ। সরকারের উচিৎ জনগণের স্বস্তি নিশ্চিত করা। কিন্তু, এ সরকারের এতটা শক্তি নাই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই মানে যে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রশাসনে তাদের দোসররা নেই এমনটা ভাবা ভুল হবে।’

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘দেশের মূল জায়গাগুলোতে ফ্যাসিস্টের দোসররা বসে আছে। পতিত সরকার পরিকল্পিতভাবে উঠে আসার চেষ্টা করছে। তবে ফিরে আসা এতটা সহজ হবে না।’

ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে জানান বিএনপির এই নীতি নির্ধারক।

দেশের শাসন কাজ পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার বাধার শিকার হচ্ছে বলে জানান সেলিমা রহমান। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তত করতে হবে। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক।

রাষ্ট্রপতিকে ফ্যাসিস্ট সরকারের দোসর উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির উদ্দেশ্য কী? তিনি তো ফ্যাসিস্ট সরকারের দোসর। তাদের শপথ বলে কিছু নেই, তাদের শপথ হলো দুর্নীতি অনিয়মের শপথ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর