[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ছবি : গ্রাফিক্স

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামী দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ সোমবার (৪ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সকল থানা/উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সকল জেলা ও মহানগরে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানী ঢাকায় আগামী বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে। ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‍্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর