ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওলামায়ে কেরাম জাতির সম্পদ। একেকজন আলেম আলোর মিনারস্বরূপ। ১৮ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল মাদরাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওলামায়ে কেরাম জাতির সম্পদ। একেকজন আলেম আলোর মিনারস্বরূপ। ১৮ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল মাদরাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় সম্পর্ক আছে। একারণে আলেমসমাজ হচ্ছে গণশক্তির প্রতিভূ। এই শক্তিকে মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, মাদরাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লিতে ভরে যায়। তিনি মসজিদ ও মাদরাসার উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় হতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ওস্তাদের খেদমতের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ওস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই ওস্তাদের খেদমত করতে হবে। তিনি আরও বলেন, মেধা কিংবা প্রতিভা হলো আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়।
মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, তোমাদের দৃষ্টিকে প্রসারিত করতে হবে, অন্তরকে বড় করতে হবে। পৃথিবীটা সংকীর্ণ মনে করলে চলবে না, পৃথিবী অনেক বড়। নদীর দেখা পেলে সাগরকে অনুসন্ধান করতে হবে। মাদরাসার শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে এ সভায় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদ, হাফেজ আবদুল হক, মাওলানা সিরাজুল ইসলাম শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: