[email protected] বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করার ঘোষণা ছাত্রদল সভাপতির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ১৭:০৫ পিএম

গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (১৪ মে) দুপুরে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত সমাবেশে এমন ঘোষণা দেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ না। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ১০ মাসে দুই শিক্ষার্থী হত্যার শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না। আমরা অবিলম্বে সব হল ও ঢাবি প্রশাসনের সব পদ থেকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাম্যর বন্ধু ও সহপাঠী আশরাফুল ইসলাম রাফি জানান, ঢাবির আইআর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন সাম্য। রাতে মোটরসাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই সময় আরেকটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি এবং ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যর ডান রানে আঘাত করে পালিয়ে যায়।

সোর্স: চ্যানেল ২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর