[email protected] মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আইইবিতে অতর্কিত হামলায় প্রকৌশলী শফিকুল ইসলাম খান নিহত

প্রেস রিলিজ

প্রকাশিত: ১৩ মে ২০২৫ ১৩:০৫ পিএম
আপডেট: ১৩ মে ২০২৫ ১:৩২ পিএম

প্রকৌশলী শফিকুল ইসলাম খান-এর নামাজে জানাজা

বাংলাদেশ জাতীয়তাবাদী ভাবাপন্ন প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ। এই সংগঠনের ব্যনারে গত ১০মে শনিবার "প্রকৌশলী মহাসমাবেশ" অনুষ্ঠানকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে রিজু-হাসিনের ভাড়াটিয়া সন্ত্রাসীদের অতর্কিত সন্ত্রাসী আক্রমণে সিনিয়র প্রকৌশলী নেতা ও ডুয়েট ছাত্রদলের প্রথম সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম খান আহত হয়ে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

এরপর তাঁর শারিরিক অবস্থার গুরুতর অবনতি হলে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০:০০ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শফিকুল ইসলাম খান আইইবি অবৈধ দখল মুক্ত করার সংগ্রামে প্রথম শহীদ।

এর আগে ১০ মে আইইবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করে আইইবি সদস্য, জাতীয়তাবাদী অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন প্রকৌশলী সদস্যবৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তারা ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য‌‌ মাননীয় প্রধান উপদেষ্ট, স্বরাষ্ট্র উপদেষ্টার সৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এক্সজেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু।

উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক আইইবি ও এইবি প্রেসিডেন্ট এবং সাবেক সচিব আ.ন.হ. আখতার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খালেদ হাসান চৌধুরী (পাহিন), সাবেক আইইবি সাধারণ সম্পাদক মিয়া মোঃ কাইডম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম.এম গালিব, আইইবির সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রউফ, প্রকৌশলী কাজী ফজলুল করিম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা মো: তারেকুজামান শাহিন, মোঃ আলিস-উল-বাহার রিপন, শাহাদত আহমেদ মাসুম, রায়ান আহমেদ আদর প্রমুখ।

উল্লেখ্য, মরহুম প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম খান সাবেক ডুয়েটিয়ান (৪র্থ ব্যাচ-৮৩৩০৬), তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাবেক জেনারেল ম্যানেজার, জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়েট শাখার সাবেক আহ্বায়ক ও এক্স জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মরহুম প্রকৌশলী শফিকুল ইসলাম খান এর জানাজা ১২মে সোমবার বাদ জোহর কাওরান বাজার তিতাস অফিসের পাশে বড় মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে আইইবিতে পরিকল্পিত হামলা ও শহীদ প্রকৌশলী শফিকুল ইসলামকে হত্যার সাথে জড়িত রিজু-হাসিন-সাব্বির মোস্তফা-শেখ আল আমিন-চুন্নুগং এবং তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান শহীদের সহকর্মীগণ।

 


(প্রেস বিজ্ঞপ্তি)

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর