[email protected] মঙ্গলবার, ৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৫ ১৮:০৫ পিএম

ফাইল ছবি

আমরা আশা করছি খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে, যাতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জাতির নেতৃত্বে যোগ দিতে পারেন এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার ফিরোজার সামনে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, যিনি বেগম জিয়াকে তাচ্ছিল্য করেছিলেন, তিনিই আজ পালিয়ে বেড়াচ্ছেন। পক্ষান্তরে বেগম জিয়া আজও এখানেই আছেন, জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, কাতার সরকার শুধু এয়ার অ্যাম্বুলেন্সই দেয়নি বরং বিমানের খরচ, ওষুধ এবং চিকিৎসা সেবার সবকিছু নিশ্চিত করেছে। এই সহায়তার জন্য খালেদা জিয়া কাতার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য সবকিছু নিশ্চিত করেছে, এবং এই মানবিক সহায়তা দেশনেত্রীর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ চার মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের ফিরোজা ভবনে পৌঁছান।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর