ajbarta24@gmail.com শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

তিন দিনের রিমান্ডে আ.লীগ নেতা ছানোয়ার ও আবু মুসা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম

সংগৃহীত

টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারীর তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে আদালত এ আদেশ দেন।

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় ভাটারা থানার জে–ব্লকের ৯ নম্বর রোডের পাকা সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরের (২৮) ওপর হামলা করা হয়। হামলায় তিনি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ছানোয়ার ও মুসা এই মামলার সন্দেহভাজন আসামি।

 




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর