ajbarta24@gmail.com রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

’বৈষম্য বিলোপ’ কমিশনের প্রস্তাব দিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম

সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভায় বৈষম্য বিলোপে কমিশনের প্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সভা থেকে বেরিয়ে গণমাধ্যমে এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শনিবার বেলা ৩টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, ‘অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। দুর্বৃত্তের রাজনীতি এবং অর্থনীতি যদি বহাল থাকে, তাহলে রাজনৈতিক সংস্কার টেকসই নাও হতে পারে। আমরা বলেছি, এখনো সময় শেষ হয়ে যায়নি, বৈষম্যের ব্যাপারে যদি কোনো কমিশন করা যায়, তাহলে ইতিবাচকভাবে আমরা নেব।’

বিশেষ কোনো দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার নিরপেক্ষ চরিত্র, বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখবে এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারব। নির্বাচনসহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্ত আসতে পারব। কমিশনগুলোর যে বিশাল রিপোর্ট, সেগুলো যদি রাজনৈতিক দল, অংশীজনের কাছে পৌঁছাতে পারেন তাহলে সেটা গুরুত্বপূর্ণ হবে।’

বৈঠকে সরকারের ৩টি গুরুত্বপূর্ণ কাজের কথা আলোচনা হয়েছে জানিয়ে সাইফুল বলেন, ‘একটা হচ্ছে- গণহত্যার বিচার, দুই- হচ্ছে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা এবং তিন- এই বছরের মধ্যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন করা। কারণ ১৬ বছর ধরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছে।’

অনেকেই সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচনকে দাঁড় করানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা সবাই বিচার এবং সংস্কার চাই। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি, সেটা করতে পারলেই গণতন্ত্র উত্তরণের দিকে আমরা হাটতে পারব।’

সোর্স: আজকের পত্রিকা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর