ajbarta24@gmail.com শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আগে জাতীয় নির্বাচন চান রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম

সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা হতে পারে না।’

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘অনেকে পূর্বের সময়ের উদাহরণ দেন। পূর্বের উদাহরণ আর ড. ইউনূস সাহেবের সরকার তো এক হওয়ার কথা না। এটা বিপ্লবের পরে একটি জনসমর্থিত সরকার।’

তিনি বলেন, ‘এ সরকারের মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া।’

রিজভী বলেন, ‘আমরা বারবার বলেছি, একটা নিদৃষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার। এ সময়টা যেনো প্রলম্বিত না হয়। খুব বেশি দেরি হলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানান প্রশ্ন দেখা দিবে। সে প্রশ্ন যাতে দেখা না দেয় সেটাই আমরা চাই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে।’

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার আহ্বান জানান রিজভী।

সোর্স: আমাদের সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর