বাংলাদেশের অমুসলিম সম্প্রদায়ের মানুষরাও জামায়াতে ইসলামীতে যোগ দিতে চান বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলরে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, দেশের মানুষ জীবন দিয়ে হলেও তাদেরকে রুখে দেবে৷ এখন অমুসলিম সম্প্রদায়ের মানুষও এখন জামায়াতে ইসলামীতে যোগ দিতে চান।
তিনি বলেন, একাত্তরে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধে লিপ্ত হয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হয়েছে চব্বিশে। ফ্যাসিবাদের যে জুলুম জনগণ প্রত্যক্ষ করেছে, তা প্রতিহত করতে মানুষ এখন জীবন দিতেও পরোয়া করে না।
বিগত স্বৈরাচার সরকারের দোসরদের হাত থেকে প্রশাসনকে মুক্ত করার দাবি জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগে সংস্কার, তারপর নির্বাচন। তবে নির্বাচনের জন্য দীর্ঘ সময় ক্ষেপণ করা উচিত নয়৷
সোর্স: সময়
মন্তব্য করুন: