ajbarta24@gmail.com বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫ ০৫:০১ এএম

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ এনায়েতপুর থানার পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে উপস্থিত করেন। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ এনায়েতপুর থানার পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে উপস্থিত করেন।

আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে সেনাবাহিনী আব্দুল লতিফ বিশ্বাসকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এরপর এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যানে তাকে সন্ধ্যার পর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে সেনাবাহিনী সদস্যরা সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ী বেলকুচি উপজেলার কামারপাড়া থেকে আটক করে সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পে নিয়ে আসে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর