ajbarta24@gmail.com শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

জুলাই ঘোষণাপত্র: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫ ০৮:০১ এএম

সাম্প্রতিক ছবি

"জুলাই ঘোষণাপত্র" প্রকাশে সরকারকে দেওয়া ১৫ দিনের আল্টিমেটামের মধ্যে এবার বিষয়টি নিয়ে মানুষের প্রত্যাশা জানতে সারাদেশে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি চলবে বলে শনিবার (৪ জানুয়ারি) ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। বৈষম্

"জুলাই ঘোষণাপত্র" প্রকাশে সরকারকে দেওয়া ১৫ দিনের আল্টিমেটামের মধ্যে এবার বিষয়টি নিয়ে মানুষের প্রত্যাশা জানতে সারাদেশে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি চলবে বলে শনিবার (৪ জানুয়ারি) ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “এ সময় আমরা লিফলেট বিতরণ, সমাবেশ এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করব। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা কী, তারা কী দেখতে চায় এ প্রক্লেমেশনে, সেটা শোনার জন্য আমরা মানুষের কাছে ছুটে যাব।"

তিনি বলেন, "জুলাই ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অব রেভ্যুলেশন বাস্তবায়ন ও ঘোষণা জাতীয় এবং ঐতিহাসিক জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই অভ্যুত্থানে বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। আমাদের প্রত্যাশা এই ঘোষণাপত্রে জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।"

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য থাকলেও দ্বিমত নেই বলে উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তবে এ ঘোষণাপত্র নিয়ে সরকারের কার্যক্রম এখনো দৃশ্যমান নয় জানিয়ে নাসীরুদ্দীন বলেন, "এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগির কাজ শুরু করবে। আমরা চাই, সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর