জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতাকে শ্বশুরবাড়ির নিয়ামত ভাববেন না। এটা জনগণের ও রাষ্ট্রের আমানত। এই আমানতের খেয়ানত করবেন না, একে রক্ষা করতে হবে। অথচ স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারা আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর। শুক্রবার বেলা ১২টায় নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতাকে শ্বশুরবাড়ির নিয়ামত ভাববেন না। এটা জনগণের ও রাষ্ট্রের আমানত। এই আমানতের খেয়ানত করবেন না, একে রক্ষা করতে হবে। অথচ স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারা আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর।
শুক্রবার বেলা ১২টায় নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এতো মানুষ জীবন দিয়েছে কেন? তারা চেয়েছে বৈষম্যহীন সমাজ। তারা বলেছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। ১০ মাসের সন্তান থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধরা জুলাই আন্দোলনে নেমেছিল। সকল শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিল। আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশ প্রেমিক নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য, যারা দেশের মাটিকে আমানত মনে করে। আমরা চাই অতিদ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন দিক। আশা করি তারা সেই দিকেই যাবে।
জামায়াতের আমির বলেন, যারা বাংলাদেশে অকাম-কুমাম করেছে, তারাই মানুষকে চোর বলতো। যারা মানুষের সম্পদ, ইজ্জতের ওপর হাত দিচ্ছে না তাদের মানুষ গ্রহণ করবে। পট পরিবর্তনের পর নেতাকর্মীদের বলেছি, সবাইকে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়িয়েছে। আমরা যুবকের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করবো। তিনি বলেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়। কারো লাল চোখ আমরা দেখতে চাই না। জামায়াত ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ করতে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এদেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক।
শফিকুর রহমান বলেন, নাটোর একটি ঐতিহাসিক জেলা। অথচ এই জেলার কোনো সময় উন্নয়ন হয়নি। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত নেই। সরকারকে এ ব্যাপারে নজর দিতে হবে। আর জামায়াত যদি কোনোদিন রাষ্ট্রের উন্নয়নের এই দায়িত্ব পায় তাহলে সুষম নীতিতে উন্নয়ন করবে। আর জামায়াত যদি বিরোধী দলে থাকে তাহলে, সুষম উন্নয়ন না হওয়ার প্রতিবাদ আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তাল মিলিয়ে করবে, উন্নয়ন আদায় করে নেয়া হবে। স্বৈরাচার পতন আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তার জন্য সরকারের দৃশ্যত কার্যক্রম দেখতে চায় জামাত। এটি সরকারের অগ্রাধিকার ভিত্তিক দায়িত্ব।
জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ। পরে বিকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন: