ajbarta24@gmail.com রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ কঠোরতা

কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫ ০১:০১ এএম

ফাইল ছবি

কুমিল্লা (দক্ষিণ) ও নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে। আরো বলা হয়, দলের গৃহীত এক

কুমিল্লা (দক্ষিণ) ও নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।

আরো বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।
এছাড়াও শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। এছাড়া দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপি’র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ঢাকায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি বহিস্কার

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজী ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আমিন-কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর নির্দেশক্রমে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

তার সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর