ajbarta24@gmail.com সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থান আসতোই: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ০২:১২ এএম
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২:৪১ এএম

সাক্ষাৎকারে কাদের সিদ্দিকী, সাম্প্রতিক ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র" নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। রোববার (২৯ ডিসেম্বর) একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাদের সিদ্দিকী বলেন, তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) যে ঘোষণাপত্র প্রচার করতে যাচ্ছে তা সংবিধানের ওপরে স্থান পাবে কোনও কোনও জায়গায়। ভুলভ্রান্তি মানুষের মধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র" নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।

রোববার (২৯ ডিসেম্বর) একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাদের সিদ্দিকী বলেন, তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) যে ঘোষণাপত্র প্রচার করতে যাচ্ছে তা সংবিধানের ওপরে স্থান পাবে কোনও কোনও জায়গায়। ভুলভ্রান্তি মানুষের মধ্যে থাকবেই। বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে তাদের মধ্যেও থাকবে। কিন্তু তারা আন্দোলনের মধ্যে জনগণের যে সমর্থন পেয়েছে সেই সমর্থনের প্রতি শ্রদ্ধা রাখতে হলে তাদের ভীষণ সংযত হয়ে চলতে হবে। তাদের নষ্ট করার জন্য বহু লোক আছে, কিন্তু আমার মনে হয় না তাদের সততার সঙ্গে সাহায্য করতে ওই পরিমাণ লোক আছে।

৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, কোনো দেশ যদি এভাবে চলে, যেভাবে চলছিল; দুদিন আগে হোক আর পরে হোক জুলাই আগস্ট আসবেই। সেদিক থেকে বৈষম্যবিরোধীদের যারা নেতৃত্ব দিয়েছেন তারা সঠিকভাবে এগিয়ে যেতে পারলে যুগ যুগ জাতির শুভকামনা পাবে।

মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর নেতৃত্ব দেওয়া এই মুক্তিযোদ্ধা বলেন, বহু বছর থেকে আমাদের প্রবাদ আছে আমরা হুজুগে বাঙালি, আমাদের আবেগ বেশি। একটা সময় ছিল, আমরা অন্যের জন্যে জীবন দিতাম। এখন বিজ্ঞানের এই যুগে আমরা একটু পিছিয়ে পড়েছি। আমাদের বিত্ত হয়েছে। কিন্তু চিত্ত আমাদের দুর্বল। স্বাধীনতার সময় আমাদের চিত্ত ছিল সারা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী।

ছাত্রদের অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তবে পরিস্থিতি আরও নাজুক হতে পারে মন্তব্য করে তিনি বলেন, তারা যদি বিপথগামী হন তাহলে আজকে যেমন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘুরানো হচ্ছে তাতে বাংলাদেশের আকাশ ভেঙে পড়া, লোকজনের খাওয়া বন্ধ হওয়া, কবর থেকে লাশ ওঠার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর