ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সিলেট বিএনপি নেতাদের সাথে মতবিনিময়

ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪ ১০:১২ এএম
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৬ এএম

ছবি সংগৃহীত

দেশ নিয়ে নানা ষড়যন্ত্র মোকাবিলায় সিলেট বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ থাকার কথা বলে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে তিনি সিলেটে এসেছিলেন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে। অবশ্য বৃহস্পতিবার সকালের ফ্লাইটেই ঢাকায় ফিরে গেছেন তিনি। সিলেটে অবস্থানকালে বিএনপি’র নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেননি মির্জা ফখরুল। তবে বেশ কিছু অনানুষ্ঠানিক দিয়ে গেছেন।

দেশ নিয়ে নানা ষড়যন্ত্র মোকাবিলায় সিলেট বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ থাকার কথা বলে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে তিনি সিলেটে এসেছিলেন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে। অবশ্য বৃহস্পতিবার সকালের ফ্লাইটেই ঢাকায় ফিরে গেছেন তিনি। সিলেটে অবস্থানকালে বিএনপি’র নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেননি মির্জা ফখরুল। তবে বেশ কিছু অনানুষ্ঠানিক দিয়ে গেছেন। এর মধ্যে অন্যতম ছিল সিলেট অঞ্চলে দলকে ঐক্যবদ্ধ রাখা।

সিলেটের নেতারা মনে করেন, বর্তমান সময়ে সিলেট বিএনপি অনেক বেশি শক্তিশালী। জেলা ও নগর বিএনপি’র নেতৃত্বে বিএনপি’র সব বলয়ের নেতারা ঐক্যবদ্ধ রয়েছেন। দলের প্রয়োজনে নেতারাও এক কাতারে রয়েছেন। সেটি দলের মহাসচিব সিলেটে এসেও পরিলক্ষিত করেছেন। তবে বিএনপি’র নেতাদের ষড়যন্ত্র মোকাবিলায় আরও বেশি ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি গ্রহণের কথাও বলেছেন তিনি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশও দেন মির্জা ফখরুল।

কর্মী পর্যায়ে সিনিয়র নেতাদের যোগাযোগ বাড়ানোরও নির্দেশনা দেন তিনি। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, মহাসচিব সিলেটে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এ সময় তার সঙ্গে আমরা সবাই উপস্থিত ছিলাম। সিলেট ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তার সঙ্গেই ছিলাম। মহাসচিব আনুষ্ঠানিক ভাবে কোনো বৈঠক না করলেও দেশের সাম্প্রতিক অনেক বিষয় নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। দলের তৃণমূল থেকে  জেলা পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন।

সিলেট নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলেছেন। এজন্য দলকে আরও সুসংহত করার নির্দেশনা দিয়েছেন। মহাসচিবের নির্দেশনা মতো সিলেট নগর বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি’র নেতাকর্মীদের সংযত থেকে জনগণের কাছাকাছি থাকার কথা বলেছেন। একই সঙ্গে দল শক্তিশালী করা ও নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা দিয়ে গেছেন। এদিকে বুধবার রাতে সিলেট পৌঁছার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন- ‘ভারতের উচিত অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করা।

‘আমরা সব সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করা উচিত।’ গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিস্ট রোলারের হাত থেকে মুক্ত হয়েছি সেই আবেগ আছে। সেই সঙ্গে এখন আমরা গণতন্ত্রের জন্য সবাই মিলে কাজ করছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি।’ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু উনি চিকিৎসার জন্য যাচ্ছেন, চিকিৎসা নিয়ে ফিরলে দলকে উজ্জীবিত করবেন।’ এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর