ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় হাসিনাসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪ ১৩:১০ পিএম

সংগৃহীত ছবি

নয় বছর আগে রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছে। এতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম রয়েছে। ৮ অক্টোবর, মঙ্গলবার বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।

নয় বছর আগে রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছে। এতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম রয়েছে।

৮ অক্টোবর, মঙ্গলবার বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়া প্রচারে নামেন। তিনি উত্তরা এলাকায় পৌঁছলে তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৮২ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত দুই-তিনশ জনের কথা বলা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর