ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

কূটনৈতিক মিশনে নিরাপত্তা ব্যর্থতার দায় ভারতের: জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪ ০০:১২ এএম

ছবি সংগৃহীত

ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের মাথার ওপর কারও দাদাগিরি একদম পছন্দ করে না।বাংলাদেশের জনগ

ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের মাথার ওপর কারও দাদাগিরি একদম পছন্দ করে না।
বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যই তার কার্যকর ওষুধ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর