[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ছবি : সংগ্রহিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৭ নম্বর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। বর্তমানে তাদের গাংনী থানায় পাঠানো হয়েছে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

হস্তান্তর হওয়া ব্যক্তিরা ফরিদপুর, যশোর, খুলনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, ‘তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর