[email protected] শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল রক্তাক্ত অজ্ঞাত মরদেহ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেদাবাদ এলাকায় সোহাগ পল্লীর পাশের একটি রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর